ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ ওয়ার্ডের আওতাধীন এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে সংস্থাটির পরিচ্ছন্নতা কর্মীরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ডের মগবাজার, মধুবাগ এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসি নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছে। এরই অংশ হিসেবে আজ ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ডের মগবাজার, মধুবাগ এলাকার ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) গত নভেম্বর মাসে নগরজুড়ে মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার-ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ