নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে প্রতি সপ্তাহের শুক্রবার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পরেশ সাধুর আশ্রমে ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে স্থানীয় জনসাধারণের মাঝে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। প্রতি শুক্রবার কয়েকশ' দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাচ্ছে।
অল্টারনেটিভ মেডিসিন সোসাইটির চেয়ারম্যান ডা. সঞ্জিত কুমার দাস আন্তরিকতার সাথে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছেন।
স্থানীয় বাসিন্দারা আবু জাফর বাবুলের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, এই ধরনের সেবার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে যারা নিয়মিত চিকিৎসা খরচ বহন করতে পারেন না, তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। ভবিষ্যতে এ ধরনের ‘ফ্রি মেডিকেল সার্ভিস’ অব্যাহত রাখার দাবিও জানান তারা।
আবু জাফর আহমেদ বাবুল বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। সমাজে কেউ যেন শুধুমাত্র অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এই ভাবনা থেকেই আমরা নিয়মিতভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। পাশাপাশি ডেঙ্গু নির্মূল করতে, মশার লার্ভা ধ্বংসে কার্যকর ওষুধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করছি।
বিডি প্রতিদিন/হিমেল