বিশ্বব্যাপী নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা প্রতিরোধে গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান 16 Days of Activism against Gender-Based Violence 2025-এর এবারের প্রতিপাদ্য “Let’s UNiTE to End Digital Violence against All Women and Girls”-এর সাথে একাত্মতা প্রকাশ করে আইপাস বাংলাদেশ একটি অনুষ্ঠান আয়োজন করেছে।
বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মেলাঘরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ডিজিটাল জগতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে মূল বক্তব্যের পাশাপাশি আইপাস স্বেচ্ছাসেবীদের মঞ্চনাটক পরিবেশনা, অনলাইন হয়রানির চ্যালেঞ্জ ও প্রতিরোধ নিয়ে বিশেষজ্ঞদের প্রাণবন্ত প্যানেল আলোচনা এবং তরুণ অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এই পর্বগুলোতে ডিজিটাল সহিংসতার বহুমাত্রিক দিক, এর সামাজিক ও ব্যক্তিগত প্রভাব এবং এ ধরনের সহিংসতা মোকাবিলায় প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগগুলো স্পষ্টভাবে উঠে আসে।
এতে প্রধান প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিটের পরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মোহাম্মদ শওকত হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন এডওয়ার্ড ক্যাব্রেরা, ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট), হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশ; ড. হালিদা হানুম আখতার, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য এবং সুপ্রিম কোর্ট আইনজীবী, মডেল ও অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস পিয়া।
এছাড়া আইপাস বাংলাদেশের সহযোগী সংস্থা OGSB, RHSTEP, BAPSA এবং SERAC Bangladesh-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রযুক্তিনির্ভরসহ সকল প্রকার যৌন ও প্রজননভিত্তিক সহিংসতা বন্ধে অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রতিশ্রুতি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়, যা বাংলাদেশে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তাকে পুনর্ব্যক্ত করে।
বিডি প্রতিদিন/এমআই