মানুষ বিশ্বশান্তি, মানব কল্যাণ ও সার্বজনীন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধর্ম ও মতের মানুষ গতকাল মাওলানা সূফী মুফতি আজানগাছীর (রহ:) মানবিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমবেত প্রার্থনায় অংশগ্রহণ করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আই.ই.বি.) মিলনায়তনে মাওলানা সূফী মুফতি আজানগাছী (রহ:) কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান বাংলাদেশ আয়োজিত ২৯তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্রষ্টার আরাধনা করতে পারলেই সন্ত্রাসবাদের অবসান হবে এবং সমাজের বুকে শান্তি ফিরে আসবে। আর শান্তি আসলেই দেশের অর্থনৈতিক মুক্তি ঘটবে।
সভায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এবং ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল। দেশের প্রধান প্রধান ধর্মীয় সম্প্রদায়ের নেতারা ও ধর্মগুরুসহ আজানগাছীর (রহ:) হাজার হাজার মুরিদান ও ভক্তের উপস্থিতিতে এবং হাক্কানী আঞ্জুমান বাংলাদেশের সেক্রেটারি ডা. এস এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাক্কানী আঞ্জুমান কেন্দ্রীয় কার্যালয় কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতের খাদেম মুন্সী বদিয়ার রহমান, জাহাঙ্গীর আলম হালদার এবং খুরশীদ আলম হালদার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সাংস্কৃতিক বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম, সাবেক সচিব এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আব্দুল খালেক, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. ফাদার তপন ডি’ রোজারিও, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি স্বামী অম্বেশানন্দ মহারাজ, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কৃার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস ও বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রতিনিধি ভেনারেবল কল্যাণ জ্যোতি মহাথের ও গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক সন্ত বাবা সূক্ষা সিং জি, বাংলাদেশ ব্রাহ্মসমাজের সাধারণ সম্পাদক শ্রী রণবীর পাল প্রমুখ।
সভা শেষে মুনাজাত করেন মাওলানা বেলাল হোসেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাহমুদ এলাহী সোহেল, অনুষ্ঠান ঘোষণায় ছিলেন মো. সালাহ উদ্দিন কানন ও অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদ এলাহী সোহেল, ইঞ্জিনিয়ার মো. আমীর আলী, গোলাম কিবরিয়া মীরধা এবং সৈয়দ এম নাছের বিপ্লব প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ তমাল