রাজধানীর জুরাইনে মাদক কারবারিদের গুলিতে সিএনজি অটোরিকশা চালক পাপ্পু শেখ (২৭) নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত পাপ্পু মাদারীপুর জেলার রাজৈইর উপজেলার আমগ্রামের মন্টু শেখের ছেলে। সে জুরাইন মিষ্টির গলিতে পরিবার নিয়ে থাকতো।
এ বিষয়ে নিহতের ছোট ভাই হৃদয় শেখ জানিয়েছেন, জুরাইন গ্যাস পাইপ এলাকার জব্বারের গলিতে মাদক কারবারি পাপ্পা তার লোকজন নিয়ে তার ভাই পাপ্পুকে গুলি করেছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টায় মৃত ঘোষণা করেন। গুলি তার পেটেসহ দুই স্থানে বিদ্ধ হয়।
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী জানিয়েছেন, সন্ধ্যার দিকে কে বা কাহারা ফোন দিয়েছিল। পরে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে শুনি তাকে গুলি করা হয়েছে। হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই।
কদমতলী থানার উপপরিদর্শক এসআই দেব কুমার জানিয়েছেন, আমি সংবাদ শুনে হাসপাতালে এসেছি। বিষয়টি তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত