নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শব্দদূষণ বন্ধে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় শব্দদূষণকারী ৪ যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সমম্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী শব্দদূষণকারী ৪ যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা ও ৪টি হর্ণ জব্দ করা হয়। শব্দদূষণ বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই