বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, ৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। সাধারণ মানুষ ছিল মুক্তিযুদ্ধের মূল শক্তি। মুক্তিযুদ্ধের পর যে ইতিহাস তৈরি করা হয়েছিল তা এক ব্যক্তির নামে, এক পরিবারের নামে। সেই ইতিহাস বাংলাদেশে আর ফিরবে না।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, ইতিহাস কখনো মিথ্যা বানোয়াট তথ্যের উপর টিকে থাকতে পারবে না। আগামী প্রজন্মও মিথ্যা তথ্যের উপর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবে না। মুক্তিযুদ্ধ কোনো ভাষণ নয়। মুক্তিযুদ্ধ ইয়াহিয়া খানের সঙ্গে কোনো চা চক্র নয়। মুক্তিযুদ্ধ মানে মুখোমুখি লড়াই, জীবন বাজি রাখার লড়াই, বন্দুকের বিরুদ্ধে বন্দুকের লড়াই।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) সৈয়দ মুনিবুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল