রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শীত আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, ফলে শীতের অনুভূতিও বেড়েছে।
সকালের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল