টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার প্রথম দিনে দুই মুসল্লি মারা গেছেন।
তারা হলেন- নোয়াখালি জেলার সদর থানার আন্ডার চরকাজীর তালুক গ্রামের সুলতার আহমাদের ছেলে মো. নুর আলম (৮০) ও জামালপুর জেলার সরিষাবাড়ির থানার বগাড়পাড় গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে চাঁন মিয়া (৬০)। নুর আলম শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, জোড় ইজতেমায় এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন নুর আলম। রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পরে উপস্থিত সাথিরা তাকে চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার জুমার নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই জোড় ইজতেমা আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে শেষ হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া