রাজধানীর মগবাজারের দিলুরোড এলাকার একটি আটতলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২২ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
বিডি প্রতিদিন/জুনাইদ