রংপুর মহানগরের কোতয়ালী থানাধীন কলেজ রোড, আলমনগর ও বনানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
এটিইউ জানায়, নারী ছদ্মবেশে প্রেমের সম্পর্ক স্থাপনের মাধ্যমে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমিক দিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতাসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রংপুর কোতয়ালী থানার আলমনগর এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. আজম আলী (২৫) ও কোতায়ালী থানার সর্দার পাড়ার আসাদুজ্জামানের ছেলে মো. সাফায়েত হোসেন (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
মামলাটি ডিএমপি উত্তরা পশ্চিম থানায় ১৬ নভেম্বর নিবন্ধিত হয় (মামলা নং-১৯) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায়। পরবর্তী সময়ে থানার অধিযাচনপত্র এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এটিইউর অর্গানাইজড ক্রাইম শাখা ও রংপুর বিভাগীয় কার্যালয় যৌথভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে চক্রটির অবস্থান শনাক্ত করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানায় এটিইউ।
বিডি প্রতিদিন/এমআই