ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোয়ারা মজলিশ (৫৫) নামে এক নারী কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, গত ১৯ নভেম্বর তাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল।
মনোয়ারা মজলিশ লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের মজলিস মিয়ার স্ত্রী। বর্তমানে বনানীর মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, তিনি বনানী থানার একটি মামলায় ০৮/০২/২০২৫-এ কারাবন্দি হন। সেই থেকে তিনি কাশিমপুর মহিলা কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ তাকে গত ১৯ নভেম্বর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এমআই