রাজধানীর কদমতলীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে আহত ফার্নিচার দোকান কর্মচারী মো. শাহিন বেপারী (৩১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের ৩ নং ওয়ার্ডে মারা যান তিনি।
শরিয়তপুর সদর উপজেলার দক্ষিণ কেশবপুর গ্রামের সিরাজ বেপারীর ছেলে শাহিন। বর্তমানে জুরাইন এলাকায় থাকতেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকার ডলফিন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহিন স্থানীয় একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। গুরুতর অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিডি প্রতিদিন/নাজিম