রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় হাফিজ আহমেদ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা আর্ম ব্যাটালিয়ন কোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশীদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা আর্ম ব্যাটালিয়ন কোয়ার্টারের সামনে রেললাইন পার হওয়ার সময়ে জামারপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারান ওই ব্যক্তি।
খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃতের ভাগ্নি জামাই সাইফুল ইসলাম টিটো বলেন, আমরা তার মোবাইলে দিয়ে কল দিলে পুলিশের কাছ থেকে দুর্ঘটনার বিষয় জানতে পারি। পরে সেখানে গিয়ে তার মরদেহ দেখতে পাই।
তিনি বলেন, হাফিজ নড়াইলের লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের শরাফ উদ্দিন আহমেদ নুরু জমাদার ও মৃত মাজুরা বেগমের ছেলে।
বর্তমানে সাভার এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রীর নাম লিপি বেগম, দুই মেয়ের জনক ছিলেন। তিনি সাভারেই একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। যতটুকু শুনেছি, সে বাসা থেকে রাগ করে বের হয়েছিল।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে সে ট্রেনের ধাক্কায় মারা গেছেন। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। বিকালে ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ নিয়ে যান।
বিডি প্রতিদিন/আরাফাত