রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. ছাদেক আলি খান(৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. নজরুল ইসলাম। তিনি বলেন ভোর রাত সাড়ে তিনটার দিকে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে যাত্রাবাড়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়না তদন্তের জন্য সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস আই আরো বলেন, অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি থেকে তার পরিচয় জানা যায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দিয়াপার গ্রামের রওশন আলী খানের ছেলে ছাদেক আলি খান।
পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, পরিবারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায় মৃত ব্যক্তির মানসিক সমস্যা ছিলো। তিন চার মাস আগে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর থানায় বিষয়টি জানানো হয়েছিল বলে পরিবার জানান। পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন