আলোচনা সভা, পুরস্কার প্রদান, র্যাফেল ড্রসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে রজতজয়ন্তী উদযাপন করেছে দেশের উদ্ভাবনী ডেন্টাল শিক্ষা ও ওরাল স্বাস্থ্যসেবায় অবদান রাখা সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠান রুপ নেয় সাবেক, বর্তমান শিক্ষার্থী, শিক্ষাবিদ ও গবেষকদের মিলনমেলায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রজতজয়ন্তী উদযাপন আয়োজন কমিটির সভাপতি ও সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর মহিউদ্দিন আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।
দুই পর্বের এই আয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল বিশেষজ্ঞদের অংশগ্রহণে সায়েন্টিফিক সেশন। ডেন্টাল ও মেডিকেল সায়েন্সের সর্বশেষ অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সায়েন্টিফিক সেশনের উদ্বোধন করেন সেশন সভাপতি ইসুজি কোবাইশি ও প্রফেসর ড. আসাদ-উজ-মান।
এরপর হিস্টোলজিক্যাল অ্যানালাইসিস অফ প্যারাথাইরয়েড হরমোন অ্যাকশন ইন বোন’, ‘ফটোইমিউনোথেরাপি ইন হেড অ্যান্ড নেক ক্যানসার’ এবং ‘ডিএক্স অ্যাপ্লিকেশন ইন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি’ শীর্ষক সেশন পরিচালনা করেন, হোক্কাইডো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ডেন্টাল মেডিসিনের অধ্যাপক নোরিও অ্যামিজুকা, তাইওয়ান অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনস এর সাবেক প্রেসিডেন্ট প্রফেসর কুয়ান-চু লিনসহ অন্যান্য খ্যাতিমান বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বৈজ্ঞানিক সভা, প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার প্রদান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে অতিথিরা ডেন্টাল শিক্ষায় সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের একাডেমিক উৎকর্ষ, উদ্ভাবনী শিক্ষা ও ওরাল স্বাস্থ্যসেবায় নিবেদিত সাধনার এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন। তারা আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। পরে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/কামাল