বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ এবং সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী রবিবার থকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল, ছাত্রঅধিকার এবং সাধারণ শিক্ষার্থী সমন্বিত আসন্ন জকসু নির্বাচনে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরা।
আজ শুক্রবার বিকালে ভাষা শহীদ রফিক ভবনের নিচে বিশেষ বৃত্তি নিয়ে প্রশাসনের দীর্ঘ সূত্রিতার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব।
প্যানেলের এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল বলেন, জবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বঞ্চনার শিকার হয়ে আসছে। এখানে শিক্ষার্থীদের থাকার হল নাই, ভালো ক্যাম্পাস নাই। প্রতিনিয়ত পুরান ঢাকায় একপ্রকার যুদ্ধ করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। টিউশন করে কোনো রকম জীবন পার করতে হচ্ছে, যা পড়াশোনার ব্যাঘাত ঘটাচ্ছে।
ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, প্রতিষ্ঠালগ্নের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগ্রাম ও সংকটের মধ্যে শিক্ষাজীবন পার করছে। আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু ফল ঘরে তুলতে পারিনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশ থেকে ষাট ভাগ আবাসন সুবিধা আছে, আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবসান সুবিধা আছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তা থেকে বঞ্চিত। তাই আমরা অনশন কর্মসূচি থেকে যমুনা আন্দোলনে সম্পূরক বৃত্তির জন্য আওয়াজ তুলি।
এসময় সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল