রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের বি ব্লকের ১২৩ ও ১২৪ নম্বর কক্ষে জানলার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ধারণা, ৪ ডিসেম্বর রাতের কোনো সময় এ চুরি সংঘটিত হয়। ভূমিকম্প পরবর্তী ক্যাম্পাসে ছুটি চলছে। শিক্ষার্থীরা অনুপস্থিত থাকার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, বি ব্লকের দুই রুমের পেছন দিক থেকে ভারী কিছু দিয়ে জানালার কাচ ভেঙে পরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে। ভেতরে ঢুকে আলমারি ও ট্রাংকের তালা ভেঙে জিনিসপত্র তছনছ করা হয়েছে। শুধু ১২৩ নম্বর রুমেই একাধিক আলমারির তালা ও দুইটি ট্রাংক ভাঙা অবস্থায় পাওয়া যায়। ১২৪ নম্বর রুমের শিক্ষার্থীরা এখনো হলে না ফেরায় কী চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জানালার কাটা অংশ দিয়ে এলোমেলো জিনিসপত্র ও ভাঙা তালা দেখা যাচ্ছে।
ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত তদন্ত দাবি করেছেন।
ভুক্তভোগী ১২৪ নম্বর রুমের শিক্ষার্থী তামিম আহমেদ বলেন, সকালে হলে এসে দেখি জানালার গ্রিল ভাঙা। রুমের লকার ও বাক্স সব ভাঙা ও এলোমেলো। আমার তিন হাজার টাকা আর একটি ফ্যান চুরি হয়েছে। পাশের রুমের শিক্ষার্থীদেরও চুরি হয়েছে বলে জেনেছি।
কক্ষ নম্বর ১২৩-এ বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের নাজমুল ইসলাম বলেন, রাতে আমরা দুজন রুমে ছিলাম। প্রায় দশটার দিকে রাউটার বন্ধ হয়। ভেবেছিলাম বিড়াল বা কিছু এসে বন্ধ করেছে। পরে মোবাইল ডাটা ব্যবহার করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি রুমে তিনটি তালা ভাঙা এবং জানলার গ্রিল কাটা। পরে পাশের রুমেও একই অবস্থা দেখতে পাই।
এ বিষয়ে হলের প্রভোস্ট মো. আব্দুল লতিফ বলেন, দুই রুমেই কেউ না থাকায় চুরি হয়েছে। শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতি অনুযায়ী আমরা সহযোগিতা করার চেষ্টা করব। ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত; হলে এমন চুরি হবে তা ভাবিনি। আপাতত ভাঙা জানালাগুলো ঠিক করা হবে এবং হলের পিছন দিকে অতিরিক্ত সিসিটিভি লাগানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল