ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে 'জনস্বাস্থ্য পেশার সুযোগ ও সম্ভাবনা' শীর্ষক সেমিনার।
এতে মূল আলোচক ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক, গবেষণা বিষয়ক সহযোগী ডীন এবং অস্ট্রেলিয়া পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর ড. আজিজ রহমান।
সেমিনারে তিনি বলেন, জনস্বাস্থ্যের প্রতিটি উদ্যোগই গবেষণানির্ভর হওয়া উচিত। নীতি নির্ধারণ থেকে শুরু করে সমাধান উদ্ভাবন, সবকিছুই বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে সমাজের স্বাস্থ্য ঝুঁকি সঠিকভাবে শনাক্ত করা যায় এবং কার্যকর সমাধান তৈরি সম্ভব হয়।
প্রফেসর ড. আজিজ রহমান আরও বলেন, 'জনস্বাস্থ্য পেশা শুধুই চাকরি নয়; এটি সমাজের কল্যাণে কাজ করার অনন্য একটি ক্ষেত্র। সঠিক মনোভাব ও উদ্ভাবনী চিন্তাধারা থাকলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।' তিনি শিক্ষার্থীদের নিজেকে উন্নত করা, নতুন জ্ঞান অর্জন এবং পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন আইএসইউর জনস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. ফাহমিদা বিনতে মেসবাহ। স্বাগত বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর শাহনাজ চৌধুরী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/মুসা