ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পরে আগামী মঙ্গলবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার থেকে নেওয়া যাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তবে আগামী রবিবার ও সোমবার এ দুই দিন অনলাইন ক্লাস চলমান থাকবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে বাংলাদেশ প্রতিদিনকে এ সব তথ্য নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন।
তিনি বলেন, আজকে বিশেষ সিন্ডিকেট সভায় ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস খোলা ও পরীক্ষা কবে থেকে নেওয়া যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে জকসু নিয়ে কোনো আলোচনা হয়নি। জকসু’র বিষয়ে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, আগামী মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। সোমবার থেকে চাইলে যে-কোনো বিভাগ সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে। তবে আগামী রবিবার ও সোমবার এ দুই দিন যথারীতি অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত