উচ্চশিক্ষায় মানোন্নয়ন ও শিক্ষকদের আন্তর্জাতিক মানের দক্ষতা বাড়াতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) সম্প্রতি একটি ওয়েবিনারের আয়োজন করে।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর ও লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুস্তাফা।
ওয়েবিনারে আধুনিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তিনির্ভর পাঠদান, কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক যোগাযোগ এবং অ্যাকটিভ লার্নিং নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর; দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশ সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে আইএসইউ'র ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর আবুল কাসেম, আইকিউএসি পরিচালক ড. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও চেয়ারপার্সনরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ