ফাইল আটকে রাখার অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অপসারণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলন করছেন রাকসু প্রতিনিধিরা। মঙ্গলবার রাত ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।
রাকসু ভিপি ও শাখা শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রেজিস্ট্রার জিএস সালাউদ্দিন আম্মারের সাথে অযাচিত ব্যবহার করেছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত ফাইল আটকে রাখার অভিযোগ পাচ্ছি। যে ফাইলের কাজ ২-১ দিনে হওয়ার কথা সেটা মাসের পর মাস আটকে রাখেন। এজন্য আমরা বলেছিলাম ওনাকে রেজিস্ট্রার পদ থেকে অপসারণ করে ওনার ডিপার্টমেন্টে ফেরত পাঠাতে হবে।
তিনি বলেন, একজন কর্মকর্তার পদ কর্মকর্তাকে দিয়েই পূরণ করার দাবি জানিয়েছিলাম। ওই সময় বলা হয়েছিলো, ভিসি স্যার আসলে ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ওনার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর আজকে সিন্ডিকেট মিটিং হচ্ছে, উনি এখানে একজন আমন্ত্রিত সদস্য। যার বিরুদ্ধে শিক্ষার্থীদের এত অভিযোগ, তিনি কী করে এত গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ের সদস্য হতে পারে? আর তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তাকে কেন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে সদস্য করা হলো?
জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, আমাদের রেজিস্ট্রার দপ্তরের প্রতিটি সেকেন্ডেরই মূল্য আছে। আমি এতদিন ঘুরে যতটুকু বুঝতে পারলাম, রাবি রেজিস্ট্রার দপ্তর এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর—এই দুটি দপ্তরে আধা ঘণ্টার কাজগুলো অহরহ সময় নষ্ট করা হয়। এই দুইটা দপ্তর তাদের নিজেদের ইচ্ছে মতো কাজ করছে। তাদের লাঞ্চ টাইম দুইটা পর্যন্ত থাকলেও তারা প্রায় সময় তিনটার দিকে আসে। মাসুদ স্যার না পারছেন তার ডিপার্টমেন্টের ক্লাস নিয়মিত নিতে, না পারছেন রেজিস্ট্রার দপ্তর সামলাতে। তাই আমরা রেজিস্ট্রার দপ্তর থেকে তার অপসারণ চাই।
এ আন্দোলনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের অর্ধ-শতাধিক প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম