শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই ফরম সংগ্রহ করেছেন ৪৬ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম। সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, শাকসু নির্বাচনে মোট ভোটার ৯ হাজার ১২৪ জন। বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলের অধীন অনাবাসিক শিক্ষার্থীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
ভোটারদের হলভিত্তিক সংখ্যা: শাহপরান হল (ছাত্র): ২,২২০, বিজয়-২৪ হল (ছাত্র): ২,১৫৬, সৈয়দ মুজতবা আলী হল (ছাত্র): ১,৪২২, আয়েশা সিদ্দীকা হল (ছাত্রী): ১,৩৪৪, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল (ছাত্রী): ১,৩০৬, ফাতিমা তুজ জাহরা হল (ছাত্রী): ৬৭৬।
মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ইতোমধ্যে উৎসবের আবহ দেখা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন