বিএনপি চেয়ারপারসন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার অবদান তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে তার নামফলক অপসারণ করা হলেও বর্তমান প্রশাসন তা পুনঃস্থাপন করেছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাই নন; তিনি সমগ্র জাতির আস্থার প্রতীক। আজকের বাস্তবতায় জাতীয় ঐক্যের জন্য তার ভূমিকা অতীব প্রয়োজন।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররাফ হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম ও খতিব মো. ছালাহ উদ্দিন।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ