রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের সংগঠন ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৌড় প্রতিযোগিতা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. আহমাদুল হক আলবীর।
এতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের এক হাজার ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আবু সাঈদ চত্বর থেকে শুরু হওয়া এই দৌড় শাপলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পূর্বঘোষিত রেজিস্ট্রেশনের মাধ্যমে এতে অংশ নেন আঠারো শত শিক্ষার্থী যা এ বেরোবির এই ধরনের আয়োজনে নতুন রেকর্ড। দৌড়ে অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট ও নাশতার ব্যবস্থা করা হয়। প্রথম ৮০ জনকে দেওয়া হয় মেডেল, যা আয়োজনটিকে আরও উৎসবমুখর করে তোলে।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি আহমাদুল হক আলবীর বলেন, এই আয়োজন কেবল দৌড় নয়, সুস্থ দেহ, সুস্থ মন আর দায়িত্বশীল তরুণ প্রজন্ম গঠনের এক বৃহৎ ডাক। “চলো একসাথে হাঁটি, একসাথে গড়ি” এই প্রতিপাদ্য নিয়েই আমরা তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিতে চাই।’ তিনি আরও বলেন, প্রতিবছর এই আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই। তরুণরাই দেশের শক্তি তাঁদের অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা।’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তালেব ইসলাম বলেন, সুস্থ জীবনযাপনের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এমন দৌড় প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা চাই প্রতিবছর আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন হোক।’
শিক্ষার্থী নাজমুল আহসান বলেন, ‘দেড় হাজার শিক্ষার্থীর একসঙ্গে দৌড়ানো এটা সত্যিই রোমাঞ্চকর। এমন আয়োজন তরুণদের একত্রিত করে, ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে।’ অংশগ্রহণকারী সাদিয়া হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাধারণত পাঠচাপ থাকে অনেক। এই দৌড় প্রতিযোগিতা আমাদের জন্য ছিল এক ধরনের refreshing break। বন্ধুদের সঙ্গে দৌড়ে অংশ নেওয়া, মেডেল পাওয়ার উত্তেজনা সব মিলিয়ে অসাধারণ অভিজ্ঞতা।
বিডি প্রতিদিন/এএম