সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) উদ্যোগে কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসর প্রতিনিধিদলের সঙ্গে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব উইন্ডসরের ভাইস প্রেসিডেন্ট এনরোলমেন্ট ম্যানেজমেন্ট, ড. ক্রিস বুশ এবং প্রিন্সিপাল অ্যাডভাইজর দক্ষিণ এশিয়া, মিস নেহারিকা কাটারিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন কানাডার হাই কমিশনে বাংলাদেশস্থ ট্রেড কমিশনার কাজী গোলাম ফারহাদ।
আলোচনাকালে অতিথিরা সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব উইন্ডসরে সহযোগিতামূলক গবেষণা, ভিজিটিং স্কলার এবং শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অবঃ), আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একেএম মাসুম এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফারিদসহ অনেকে।
আলোচনা সঞ্চালনা করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. হাসনাত এম. আলমগীর। পরে শিক্ষার্থীদের জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক