বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (২৭ ডিসেম্বর)। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩২-৪৪তম ব্যাচ পর্যন্ত নিবন্ধিত গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা অংশগ্রণের সুযোগ পাবেন।
সমাবর্তন সম্পর্কিত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিবন্ধিত গ্র্যাজুয়েট প্রতিনিধিদের সঙ্গে আগামী শনিবার (২৯ নভেম্বর) এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা সমাবর্তন আয়োজন প্রসঙ্গে বলেন, ‘দীর্ঘদিন পর অবশেষে বুটেক্সের প্রথম সমাবর্তন আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যদিও আরও আগেই সমাবর্তনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নানা কারণে নির্ধারিত সময়ে আয়োজন করা যায়নি। সমাবর্তন যেন সুষ্ঠুভাবে আয়োজন করা যায় এ জন্য আমরা বিভিন্ন কমিটি তৈরি করেছি। শনিবার আমরা সমাবর্তনের জন্য নিবন্ধিত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি। সুষ্ঠুভাবে সমাবর্তনটি আয়োজন করার ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।’
বিডি-প্রতিদিন/জামশেদ