নবম পে-স্কেলের চূড়ান্ত রিপোর্ট ও প্রজ্ঞাপনের মাধ্যমে বৈষম্য নিরসনপূর্বক পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে হাবিপ্রবি (১১-২০ গ্রেড) কর্মচারী পরিষদ।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিনের কাছে উক্ত স্মারকলিপি প্রদান করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্মচারী পরিষদের পক্ষে মো. আব্দুল হাকিম (লেবু) ও মো. নুর জামানের নেতৃত্বে পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ‘২০১৫ সালে বৈষম্যপূর্ণ অষ্টম পে-স্কেল প্রদান করার পর থেকেই আমরা সরকারী, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত সরকার আমাদের কোনো অনুরোধই আমলে নেয়নি। দ্রব্যমূল্যসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কয়েকগুন বৃদ্ধি পেলেও সর্বশেষ পে-স্কেল প্রদান করার দশ বছর অতিক্রান্ত হলেও নবম পে-স্কেল বাস্তবায়নের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’
‘পে-স্কেল আমাদের দাবি নয় অধিকার। অতএব আগামী ৩০ নভেম্বর এর মধ্যে নবম পে-স্কেলের চূড়ান্ত রিপোর্ট ও ১৫ ডিসেম্বর এর মধ্যে প্রজ্ঞাপনের মাধ্যমে বৈষম্য নিরসনপূর্বক নবম পে-স্কেল বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করেছেন হাবিপ্রবি (১১-২০ গ্রেড) কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।’
বিডি-প্রতিদিন/জামশেদ