ঝুঁকিপূর্ণ হলের পরিবর্তে নিরাপদ আশ্রয়স্থলের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সামনে এ বিক্ষোভ করা হয়।
শিক্ষার্থীরা বলছেন, হল ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ২০ বছর আগে। অথচ এতোদিনেও ব্যবস্থা নেওয়া হয়নি। দেশে বারবার ভূমিকম্প হচ্ছে। দেয়ালে ফাটল ধরেছে, ছাদের পলেস্তার খুলে পড়ছে। তবুও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। ছাত্রদের নবনির্মিত হলে স্থানান্তর করা হয়েছে। অথচ আমাদের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। ধসে পড়ে মারা গেলে কী ব্যবস্থা নেবে প্রশ্ন তোলেন তারা।
জানা গেছে, মন্নুজান হলের ভৌত অবকাঠামো অনেক আগেই দুর্বল হয়ে গেছে। ফলে ভবনের বিভিন্ন দেয়াল ও পিলার ভঙ্গুর হয়ে পড়েছে। বিভিন্ন সময় পলেস্তার ঝড়ে পড়ছে। ঝুঁকি এড়াতে অন্যত্র নিরাপদ আশ্রয়ের দাবি বেশকিছু আগে থেকেই করে আসছেন শিক্ষার্থীরা।
রাতে বিক্ষোভ শুরুর পর ঘটনাস্থলে রাকসু ভিপি মোস্তাকুর জাহিদ ও জিএস সালাউদ্দিন আম্মার যান এবং শিক্ষার্থীদের জানান, ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের স্থানান্তরের কথা ভাবছে প্রশাসন। তবে এমন জায়গা এ মুহূর্তে পাচ্ছে না।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব ও মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. আশিয়ার খাতুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাড়া দেননি তারা।
এর আগে, দেশে ভূমিকম্পের পর ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের শিক্ষার্থীদের নবনির্মিত এএইচএম কামারুজ্জামান হলে স্থানান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই