গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ‘‘কৃষি ও জৈবসম্পদ প্রকৌশল অনুষদে আজীবন শিখনে উন্নীতকরণে শিক্ষা-শিখন পরিবেশ শক্তিশালীকরণ’’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং প্রকল্পের উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. মো. এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকৃবির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও ইনচার্জ (ইউএটিএফএস) প্রফেসর ড. মোঃ আব্দুল বাছেত মিয়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. বোরহান উদ্দিন কর্মশালায় গেস্ট অব অনার এবং বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম.জি মোস্তফা আমিন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উপ-ব্যবস্থাপক প্রফেসর ড. মো. এমদাদুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘আজীবন শিক্ষার ধারণা শুধু ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং পেশাজীবী সবাইকে নতুন জ্ঞান ও দক্ষতার সঙ্গে নিয়মিতভাবে সংযুক্ত থাকার প্রয়োজনীয়তা থাকে।” নতুন এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের আধুনিক গবেষণা সুবিধা, ল্যাবরেটরি উন্নয়ন, ইন্ডাস্ট্রি সংযোগ এবং ক্ষেত্রভিত্তিক কাজের সুযোগ নিরঙ্কুশভাবে বৃদ্ধি পাবে বলেও উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/হিমেল