বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস ‘জব হান্টিং ২.০’ শীর্ষক বিশেষ সেশনের আয়োজন করেছে। মাসব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট উদ্যোগ ‘গ্রিটকুয়েস্ট’ এর অংশ হিসেবে এই সেশনটি শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিইউবিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
নেক্সট জবস লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান সেশনের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আধুনিক নিয়োগপ্রক্রিয়া, স্কিল-ভিত্তিক নিয়োগ এবং ডিজিটাল কর্মবাজারে কার্যকর জব সার্চ কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া পার্সোনাল ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং এবং ডেটা-ড্রিভেন ক্যারিয়ার প্রস্তুতির গুরুত্বও বিশেষভাবে তুলে ধরেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রেজুমে অপটিমাইজেশন, পেশাদার প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল, ভার্চুয়াল অ্যাসেসমেন্টে আত্মপ্রকাশ এবং ক্যারিয়ার লক্ষ্যকে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে ব্যবহারিক পরামর্শ লাভ করে।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সরাসরি প্রতিযোগিতামূলক কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা কর্পোরেট বিষয়ক বিভিন্ন টাস্ক সম্পাদন করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আকিজ রিসোর্সে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হওয়ার বিশেষ সুযোগ পান, যা সেশনে নতুন মাত্রা যোগ করেছে।
গ্রিটকুয়েস্ট প্রোগ্রামের মাধ্যমে বিইউবিটি শিক্ষার্থীদের কর্মসংস্থান দক্ষতা উন্নয়নে বিশেষজ্ঞ-নেতৃত্বাধীন কর্মশালা, প্রশিক্ষণ ও আলোচনার আয়োজন অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক সুযোগের সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ার–রেডি যুবসমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিডি-প্রতিদিন/জামশেদ