ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান গেটের বিপরীতে টিএসসির চা দোকানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় টিএসসি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং পাশে চলমান এক প্রদর্শনীতে উপস্থিত শিক্ষার্থীরাও নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। ককটেল বিস্ফোরণের ফলে একজন পথচারী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে আহতের পরিচয় ও বিস্তারিত জানা যায়নি। এছাড়াও রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক ও প্রত্যক্ষদর্শী নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, সোহরাওয়ার্দী উদ্যান থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে। কারো কারো ধারণা, চলমান মোটরসাইকেল থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, ফ্যাসিস্ট ও দেশবিরোধী চক্র আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। ১৩ নভেম্বর খুনি হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে অগ্নিসন্ত্রাস সৃষ্টির চক্রান্তের অংশ হিসেবেই এটি ঘটানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেল গুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি।
বিডি প্রতিদিন/জুনাইদ-নাজিম