বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো এবার দায়িত্ব নিয়েছেন কাউন্টি দল হ্যাম্পশায়ারের। তিনি দক্ষিণ আফ্রিকারও কোচ ছিলেন। হ্যাম্পশায়ারের সঙ্গে দুই বছরের চুক্তি করেন তিনি। এই প্রোটিয়া কোচ ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত টাইগারদের কোচিং করিয়েছেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১২-২০১৭ সাল পর্যন্ত। অবশ্য এ সময় তিনি জোহানেসবার্গ-ভিত্তিক লায়ন্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন। হ্যাম্পশায়ারের দায়িত্ব পাওয়ার পর ডমিঙ্গো বলেন, ‘রোমাঞ্চ নিয়ে হ্যাম্পশায়ার ক্রিকেটে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি।’