গ্রুপ পর্ব টপকিয়ে বাংলাদেশ নকআউট পর্ব খেলতে পারবে না তা নিশ্চিত ছিলেন ক্রীড়ামোদীরা। সেটাই হয়েছে। তবে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে লাল-সবুজের যুবারা হতাশ করেননি। সত্যি বলতে কি প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলেছেন। অভিষেক আসরে বরং মুগ্ধ করার মতো পারফরম্যান্স প্রদর্শন করেছেন। দুর্বল বলে ধারণা করা হয়েছিল গ্রুপের তিন ম্যাচে গোলের বন্যায় ভেসে যাবে। কোনো ম্যাচ না জিতলেও মাথা নিচু করে মাঠ ছাড়েননি যুবারা। প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করেছে। অস্ট্রেলিয়ার কাছে ৫-৩, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩ গোলে পিছিয়ে থেকে ৩-৩ ড্র আর জেতা ম্যাচে ফ্রান্সের কাছে ২-৩ গোলে হেরেছে।
ফ্রান্স ৮-৩ গোলে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়াকে ১১-১ গোলে হারায় ইউরোপের দেশটি। সেখানে কি না বাংলাদেশকে হারাতে শেষ মিনিট পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে। এমন প্রতিদ্বন্দ্বিতা কেউ আশা করেননি। অভিষেক বিশ্বকাপে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। টানা দুই ম্যাচে হ্যাটট্রিকসহ ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন। বাংলাদেশের জালে বল জড়িয়েছে ১১টি, প্রতিপক্ষদের দেওয়া হয়েছে আট গোল। এতেই নৈপুণ্যের প্রমাণ মেলে। যেখানে আমিরুল একাই সাত গোল দেন। কোয়ার্টার ফাইনালে জায়গা না পেয়ে বাংলাদেশ এখন ১৭ থেকে ২৪-এ থাকতে পজিশন ম্যাচ খেলবে। আজ ওমানের বিপক্ষে ম্যাচ। জিতলে নামিবিয়া ও অস্ট্রিয়া বিজয়ী দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।