লাতিন-বাংলা সুপার কাপ খেলতে মঙ্গলবার ঢাকায় এসেছে ব্রাজিলের দল সাও বার্নার্দো। গতকাল ঢাকায় এলো আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন। কাল থেকে শুরু হবে সুপার কাপের লড়াই। রেড গ্রিন ফিউচার স্টার নামে বাংলাদেশের একটি দল এতে অংশ নেবে। ৫, ৮ ও ১১ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা কাফু এবং আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্যানিজিয়া ১১ ডিসেম্বরের ম্যাচে উপস্থিত থাকবেন।