বিসিবি নির্বাচন শেষ অনেক আগে। নির্বাচিত পরিচালনা পর্ষদ কার্যক্রম শুরু করছেন পূর্ণ গতিতে। অথচ ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে আবাহনী, মোহামেডানসহ ৪৪টি এখন নিজেদের অবস্থানে স্থির রয়েছে। বাংলাদেশ সামরিক জাদুঘরের মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাব কর্মকর্তারা প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণে বিরত থাকার কথা জানান। অথচ বিসিবি চাইছে, ১১ ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরু করতে। ৮ ডিসেম্বর ২৪টি ক্লাবের অংশগ্রহণে বিসিবি প্রাঙ্গণে ট্রফি উন্মোচনের পরিকল্পনাও করেছে বোর্ড। লিগ নিয়ে জটিলতার শুরু বিসিবি নির্বাচনের পর। অনেক ক্লাব নির্বাচন বর্জন করে। ক্লাবগুলোর আন্দোলনে শুরুতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ছিলেন। এখন তাকে দেখা যাচ্ছে না। ক্লাবগুলোর সংবাদ সম্মেলনে গতকাল তামিমকে দেখা যায়নি। সাবেক অধিনায়কের উপস্থিত না থাকার ব্যাখ্যায় মোহামেডান ক্লাবের মাসুদুজ্জামান বলেন, ‘তামিম কিন্তু খেলোয়াড়, এখনো সে অবসর নেয়নি। সে এখনো আমাদের সঙ্গে আছে, নিয়মিত যোগাযোগ আছে আমাদের। একই সঙ্গে খেলোয়াড়দের সঙ্গেও আছে তামিম।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ক্লাবগুলো লিগ খেলতে চাইছে না। অথচ ক্রিকেটারদের সংগঠন কোয়াব চাইছে লিগ খেলতে। ক্লাবগুলোর লিগ বর্জনের বিষয়ে আবাহনীর কাউন্সিলর শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমরা ক্রিকেটের লোক। আমরা খেলোয়াড় তৈরি করি। আবাহনী-মোহামেডানসহ লিডিং ক্লাবগুলো কিন্তু কোনো স্বার্থে কাজ করে না। আমরা যদি না থাকি, তাহলে ক্রিকেটের উন্নতি হবে না। ক্রিকেট উন্নয়নে আমরা ক্লাবগুলো একতাবদ্ধ। আমরা চাইলে ক্রিকেট মাঠে গড়াবে, বিসিবি চাইলে হবে না।’ সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন বলেন, আমরা লিগ আয়োজনে বদ্ধপরিকর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহামেডানের মাসুদুজ্জামান, আবাহনীর শেখ বশির আহমেদ মামুন, সূর্যতরুণ ক্লাবের ফাহিম সিনহাসহ ক্লাব কর্মকর্তারা।