বিপিএলের গত আসরে দল ছিল ৭টি। এবার ৫ দল নিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা ছিল বিসিবির। হঠাৎ করেই ষষ্ঠ দল হিসেবে অন্তর্ভুক্ত করেছে নোয়াখালী এক্সপ্রেসকে। বাকি পাঁচ দল রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটানস। ৬ দল নিয়ে আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু সংবাদ সম্মেলনের আয়োজন করে নিশ্চিত করেন গতকাল। বিপিএলের নিলাম ৩০ নভেম্বর। নিলামের আগে ফ্যাঞ্চাইজিগুলো দুজন করে দেশি ও বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে। অবশ্য একজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করা বাধ্যতামূলক। এবার নিলামে বেশ কিছু শর্ত জুড়েছে বিসিবি। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটারকে কিনতে হবে ফ্র্যাঞ্চাইজিকে। এজন্য সব মিলিয়ে বিদেশি ক্রিকেটারদের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার খরচ করতে পারবে। নিলামের তালিকায় থাকবে ২৫০ বিদেশি ক্রিকেটার। পাঁচ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটারদের নিলামে তোলা হবে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ২৬ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি ২০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরি ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির মূল্য ১৫ হাজার ডলার। বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশিত করা হলেও দেশি ক্রিকেটারের তালিকা এখনো ঘোষণা করেনি। তার পরও ৬ ক্যাটাগরির টাকা প্রকাশ করেছে বিসিবি। স্থানীয় ক্রিকেটারদের ‘এ’ ক্যাটাগরি ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি ৩৫ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরি ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ টাকা, ‘ই’ ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১১ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলাম থেকে ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে। ‘ই’ ক্যাটাগরি থেকে দুজন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো ক্রিকেটার নিতে পারবে। স্থানীয় ক্রিকেটারদের জন্য বাজেট সাড়ে ৪ কোটি টাকা।