ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে যেমন উত্তেজনার শেষ নেই তেমন উদ্বেগেরও। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যকার রাজনৈতিক ও সীমান্ত লড়াইয়ের প্রভাব এখন মাঠেও পড়তে শুরু করেছে। যার উদাহরণ গেল এশিয়া কাপ টি-২০। ফলে এ দুই দলের বড় টুর্নামেন্টের জন্য উদ্বেগে থাকতে হয় আয়োজকদেরও। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। যা চলবে ৮ মার্চ পর্যন্ত। এবারের আসরে একই গ্রুপে খেলবে ভারত ও পাকিস্তান। দিন তারিখ চূড়ান্ত হলেও টুর্নামেন্টের সূচি এখনো ঠিক হয়নি। মূল সূচি প্রকাশ না হলেও টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ টি-২০ বিশ্বকাপ ভারত-পাকিস্তান দ্বৈরথ ম্যাচের দিন তারিখ চূড়ান্ত হয়েছে। এবারের টুর্নামেন্টের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো কিংবা ক্যান্ডিতে। মোট ২০টি দল এবারের টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে। দলগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল।