গত জুনে কাই টাক স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হয় ভারত। এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে শেষ মুহূর্তে ম্যাজিক দেখায় হংকং চায়না। ভারতের ডিফেন্স লাইন ভেঙে গোল করেন স্টিফেন পেরেইরা। দারুণ এ জয়ে বাছাইপর্বের বাধা পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছে হংকং চায়না। বৃহস্পতিবার এ দলটিরই মুখোমুখি হবেন হামজা-জামালরা। স্টিফেন পেরেইরা হংকং চায়নার কেবল একটা অস্ত্র। ব্রাজিল থেকে আমদানি করা এমন আরও চারটি অস্ত্র রয়েছে দলটির। যে অস্ত্রতে হামজাদের কাঁবু করতে চায় তারা। পেরেইরার জন্ম ব্রাজিলিয়ান শহর ব্রুমাডোতে। মাত্র ১০ বছর বয়সে তিনি ব্রাজিলিয়ান ক্লাব ভিটোরিয়াতে নাম লেখান। পেশাদার ফুটবল শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব কামাকারিতে। এরপর অনেক ক্লাবে খেলেছেন তিনি। বর্তমানে খেলছেন হংকং প্রিমিয়ার লিগের ক্লাব সাউদার্নে। ২০২৩ সালে হংকং চায়নার পাসপোর্ট নেন তিনি। ২০২৪ সালের ১ জানুয়ারি চীনের বিপক্ষে অভিষিক্ত হন ব্রাজিলে জন্ম নেওয়া এ ফুটবলার। ডুডু নামে পরিচিত লুইস এডুয়ার্ডোর জন্ম ব্রাজিলিয়ান শহর রিবেরাও প্রেটোতে। ছেলেবেলাতেই যোগ দিয়েছিলেন সান্তোসে। সে সময় নেইমারের অধিনায়ক হিসেবে মাঠে খেলেছেন তিনি। অবশ্য সিনিয়র দলে খেলা হয়নি। বয়সভিত্তিক দলে খেলেছেন। এ ডুডু নানা ক্লাবে খেলে হংকং চায়নায় পাড়ি জমান। বর্তমানে হংকং প্রিমিয়ার লিগের ক্লাব লি ম্যান এফসিতে খেলছেন ডুডু। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি দেশটির পাসপোর্ট পান। গত বছরের ডিসেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে অভিষিক্ত হন ডুডু। এরই মধ্যে হংকং চায়নার পক্ষে তিন ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি। ব্রাজিলের সোলডেড শহরে জন্ম নেন এভারটন কামারগো। ২০২৩ সালের আগস্টে হংকং চায়নার পাসপোর্ট পান। ব্রাজিলিয়ান পাসপোর্ট বাতিল করেন তিনি। সে বছরের-ই সেপ্টেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে খেলতে নামেন তিনি। হংকং চায়নার জার্সিতে ১৯ ম্যাচ খেলে ১০ গোল করেছেন কামারগো। ভয়ঙ্কর এক উইঙ্গারে পরিণত হয়েছেন তিনি। জুনিনহোর জন্ম ব্রাজিলের কাইরাস শহরে। ব্রাজিলের সান্তো আন্দ্রে ক্লাবে ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০২৩ সালে হংকং চায়নার পাসপোর্ট নিয়ে এ দেশের হয়ে যান জুনিনহো। ২০২৪ সালের জানুয়ারিতে চীনের বিপক্ষে অভিষিক্ত হন তিনি। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে ২২ ম্যাচ খেলে ৪ গোল করেছেন জুনিনহো। হংকং চায়নার জার্সিতে নাম লেখানো সবচেয়ে ভয়ঙ্কর ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্দো। ডিফেন্সে তিনি পাহাড়ের মতোই দাঁড়িয়ে থাকেন প্রতিপক্ষের সামনে। ব্রাজিলের সালভাদরে জন্ম নেওয়া এ ফুটবলার ২০২১ সালে হংকংয়ের পাসপোর্ট গ্রহণ করেন। ২০২২ সালের জুনে মালয়েশিয়ার বিপক্ষে অভিষিক্ত হন ফার্নান্দো। এ পাঁচ ব্রাজিলিয়ান অস্ত্রেই প্রতিপক্ষকে কুপোকাত করে চলেছে হংকং চায়না। চলতি বছর জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং ইরাকের মতো দলের বিপক্ষে খেলেছে তারা। এশিয়ান ফুটবলের পরাশক্তিদের কাছে পরাজিত হলেও নিজেদের আরও বেশি শক্তিশালী হিসেবে গড়ে তুলছে দলটি। কেবল ব্রাজিলে জন্ম নেওয়া পাঁচ ফুটবলারই নন, হংকং চায়নার জার্সিতে খেলছেন ফ্রান্সের প্যারিসে জন্ম নেওয়া রাফায়েল মারকিস, স্পেনের মানুলো ব্লেডা, স্কটল্যান্ডের লিওন জোনস, ক্যামেরুনের মাহামা আওয়াল, ইউক্রেনের ওলেকসি, জাপানের শিনিচি চ্যানরাও নাম লিখিয়েছেন হংকং চায়না দলে। সবাই গ্রহণ করেছেন নতুন দেশের পাসপোর্ট। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশ এক শক্তিশালী ফুটবল দল গড়ার প্রক্রিয়ার মধ্যে আছে। এমনকি বিদেশিদের পাসপোর্ট দিয়েও চেষ্টা করেছে। তবে এ পদ্ধতি প্রয়োগ করে আরও অনেক দলই ফুটবলে নিজেদের ভবিষ্যৎ গড়ার কাজ শুরু করেছে। হংকংয়ের বিপক্ষে হামজাদের লড়াই এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিচ্ছেন ভিনদেশি ফুটবলাররা। ৯ অক্টোবর ঢাকায় ও ১৪ অক্টোবর হংকংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-হংকং।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু