৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হয়েছেন, তারা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি জানান, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে যে কোনো সময় আবেদন করে ভোটার হতে পারবেন। তবে যারা নতুন ভোটার হওয়ার সময়সীমা (৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর) মিস করেছেন, তাদের এখন আর অন্তর্ভুক্তির সুযোগ নেই।
এনআইডি সংশোধন নিয়ে তিনি বলেন, ভোটের আগে ভোটারের নাম, বাবা-মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ঠিকানা ও ছবির তথ্য সংশোধন করা যাবে না। ভোটার তালিকা হয়ে গেলে এসব চালু হবে। তবে ভোটের আগে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা থাকবে না।
এ সময় ইসি সচিব জানান, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণা করার পর ১৫ দিন দেশের যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা নিবন্ধন করতে পারবেন।
নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/শআ/কেএ