সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন স্বচ্ছ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।
রবিবার সকালে সিরডাপ মিলনায়তনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বদিউল আলম বলেন, রাজনীতি একটা ব্যবসায়ীক কার্যক্রমে পরিণত। রাজনীতি করলে অর্থের মালিক হওয়া নিশ্চিত। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি সম্পৃক্ত। এই জাদুর কাঠিতে নির্বাচনের আগে হলফনামায় দেয়া সম্পদের হিসেব ক্ষমতা শেষে দেখা যায় কয়েক গুণ বেড়েছে।’
এ বিষয়ে নজর দেওয়া না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে টেকসই গণতন্ত্রের উত্তোরণ সম্ভব না বলেও মন্তব্য করেন সুজনের সম্পাদক।
তিনি বলেন, ‘টেকসই গণতন্ত্রের পথ তৈরি না হলে মানুষ আবার রাস্তায় নামবে। আশা করি সেদিকে যেতে হবে না।’
ড. বদিউল আলম মজুমদার বলেন, আমি আশা করি যে, আমাদের দলগুলো সঠিক ব্যক্তিদের মনোনয়ন দেবেন এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশটা পাস হবে... যার ফলে আমাদের এই যে কতগুলো কাঠামোগত সংস্কার হবে, যার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথটা প্রশস্ত হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ