আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মক ভোটিংয়ে ৭০ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং শেষে এ কথা জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, এ মক ভোটিংয়ে ৫০০ ভোটারের মধ্যে ৭০.৪ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ ৩৫২ জন ভোট দিয়েছেন।
চার ভোটকক্ষে মক ভোটিং নেওয়া হয়। এর মাধ্যমে প্রতিটি ভোট দিতে কত সময় লেগেছে তা নির্ধারণ করা যাবে না। একজন নির্বাচন কমিশনার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত একটি ভোটকক্ষে এসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করেন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার বলেন, নির্বাচন কমিশনার একটি বুথে নানা ধরনের ভোটারদের নিয়ে টাইম পর্যালোচনা করেছেন। এটা নিয়ে একটা প্রতিবেদন আসবে। এর ভিত্তিতে সামগ্রিক বিষয়গুলো নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
বিডি-প্রতিদিন/বাজিত