ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে রাজনীতির চেহারা বদলে যাবে। ধর্মীয় জ্ঞান সম্পন্ন এমপি, মন্ত্রী, স্পিকার বানাতে পারলে শরীয়াহ আইন বাস্তবতায়ন সম্ভব।
সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ‘মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন অঙ্গনের ইসলামিক চিন্তাবিদরা অংশ নেন।
উপদেষ্টা বলেন, ৫৪ বছর পর আলেম-ওলামারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তবে আলেমদের মধ্যে পারস্পরিক বন্ধন না থাকলে তারা অচিরেই হারিয়ে যাবেন।
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান অনেকটা গায়ের জোড়ে পাস করেছে জানিয়ে তিনি বলেন, এটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক।
বিডি প্রতিদিন/কেএ