ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। একসঙ্গে নগর সেবার গুরুত্বপূর্ণ এ দুই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা এই অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।
তিনি এতদিন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটি ও ঢাকা ওয়াসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে তাকে এ দুই দায়িত্ব থেকে সরানোর আদেশ দিয়ে বলেছে, ‘জনস্বার্থে’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডি হিসেবে নতুন কাউকে দায়িত্ব এখন পর্যন্ত দায়িত্ব দেওয়ার খবর মেলেনি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্যসব সিটি করপোরেশনের মত ২০২৪ সালের ১৯ অগাস্ট ঢাকা দক্ষিণ সিটির মেয়রকে সরিয়ে প্রশাসককে দায়িত্ব দেয় সরকার। এরপর ডিএসসিতে ছয় মাসে তিন প্রশাসক বদলের পর চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের সময় গত ১৪ মে নগর ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেয় তার সমর্থকরা। এ সময় টানা ৪৩ দিন নগর ভবনে আসতে পারেননি শাহজাহান মিয়া। ওই আন্দোলন চলার সময়ই গত ১৮ মে ১৫ ব্যাচের এই কর্মকর্তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব দিয়েছিল সরকার।
বিডি প্রতিদিন/জুনাইদ