চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাতকানিয়ার স্থানীয় বাসিন্দারা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেরানিহাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের অনুরোধে অবরোধ কর্মসূচি ১৫ দিনের জন্য স্থগিত করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, দেশের অন্যতম ব্যস্ত এ মহাসড়কের বহু অংশ এখনো খুব সরু, কিছু জায়গায় ঢালু ও বাঁকানো, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক চলাচলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গেছে। প্রায় প্রতিদিন কোনো না কোনো স্থানে দুর্ঘটনায় কেউ না কেউ আহত বা নিহত হচ্ছেন। এ বিষয়ে বারবার দাবি এবং অনুরোধ জানালেও সরকার ও সংশ্লিষ্ট দপ্তর কার্যকর উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে অবরোধের মতো কঠোর কর্মসূচিতে নেমেছেন তারা। বিক্ষোভকারীরা জানান, একই দাবিতে গত ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি দেওয়া হয়।
কিন্তু দীর্ঘ সময়েও দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসায় পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।