দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির ঘটনা। এ বছরে ৯৩ হাজার ৭৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, মারা গেছে ৩৭৭ জন। বরিশাল বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, ‘ডেঙ্গুতে ঢাকায় বেশি রোগীর মৃত্যু দেখালেও তারা সবাই ঢাকার রোগী নন। আমাদের দেশের চিকিৎসাব্যবস্থা রাজধানীকেন্দ্রিক। ফলে রোগী বেশি অসুস্থ হলে ঢাকায় চলে আসেন চিকিৎসা নিতে, তখন বাড়ির ঠিকানা দেন ঢাকার কোনো আত্মীয়ের বাসার। ফলে মনে করা হয় তিনি ঢাকার রোগী। আসলে ঢাকায় মৃত্যু হওয়া বেশির ভাগ রোগী ঢাকার বাইরের।’ স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছে।
এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৭৬৬ জন। এর মধ্যে বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৮১ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মারা গেছে ১৭২ জন।