মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ।
জানা গেছে, নিহত জয় চর চৌদ্দ কাউনিয়া এলাকার মো. জামাল হোসেনের ছেলে। তাদের সঙ্গে প্রতিপক্ষ বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ জেরেই বুধবার রাতে জয়কে গুলি করে ও কুপিয়ে হত্যা করে বেকু হাসান গ্রুপের লোকজন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি মো. আনোয়ার আলম আজাদ। এদিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামে ঘটনাটি ঘটে বলে জানান ইটনা থানার ওসি মুহাম্মদ জাফর ইকবাল। নিহত মোশাররফ ওই গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। জানা গেছে, শোয়াইব গ্রামের আবদুল মমিন ও মজিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
গতকাল দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে এতে মোশাররফ নিহত হন। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ইটনা থানার ওসি।