ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হবে ডিসেম্বরে। গতকাল লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) অনুষ্ঠানে এ ঘোষণা দেন পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। তিনি বলেন, মাহান এয়ারলাইনস সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
ইকবাল হুসাইন খান বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এলসিসিআই ও লাহোরে অবস্থিত বাংলাদেশের অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশের ভিত্তিতে ব্যবসায়ীদের জন্য ভিসা ইস্যু করা হচ্ছে। সদস্যদের তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া হবে। শিগগিরই সরাসরি কার্গো শিপিং সেবাও চালু হবে।
তিনি আরও বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠাবে। দলে পাকিস্তানের ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন।
সভায় এলসিসিআইয়ের প্রেসিডেন্ট ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক। আইটি, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে দুই দেশের একসঙ্গে কাজ করার সম্ভাবনা আছে।