অন্তর্বর্তী সরকারের সম্প্রতি জারিকৃত পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের আকাক্সিক্ষত স্বাধীন ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী। অর্থাৎ যার ভিত্তি গণতন্ত্র, মানবিক মর্যাদা রক্ষা, নিরাপত্তা প্রদান এবং আইনের শাসন। সরকার তা উপেক্ষা করে একটি দুর্বল ও নামমাত্র পুলিশ কমিশন অধ্যাদেশ চাপিয়ে দিয়েছে। এটি জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুত সংস্কারের সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক, যা প্রকারান্তরে সংস্কার-প্রতিরোধের রাজনৈতিক কৌশল। ফলে জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষার পরিবর্তে পুলিশকে ক্ষমতা রক্ষাকারী বাহিনী হিসেবে ব্যবহারের নিপীড়নমূলক ব্যবস্থাকে এ অধ্যাদেশ নবায়িত করেছে মাত্র। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপনের স্থলে, সরকার এটিকে পুনরায় সংঘাত, অবিশ্বাস এবং শত্রুতার ভয়ংকর পথে ঠেলে দিল।
বিবৃতিতে জারিকৃত অধ্যাদেশ বাতিলপূর্বক নিম্নলিখিত পাঁচ দফার ভিত্তিতে নতুন পুলিশ কমিশন গঠন করার দাবি জানান আ স ম আবদুর রব। দাবিগুলো হচ্ছে- ব্রিটিশ-ঔপনিবেশিক আমলের আইন পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী আইন প্রণয়ন করতে হবে। পুলিশকে সাংবিধানিক অধিকারের রক্ষক হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। পুলিশ প্রশিক্ষণে মানবিক মর্যাদাকে প্রাধান্য দিতে হবে। আদেশ-নিয়ন্ত্রণের মানসিকতা থেকে পুলিশকে সেবা-জবাবদিহিতার মানসিকতায় রূপান্তর করতে হবে। পুলিশ কমিশন হবে সম্পূর্ণ স্বতন্ত্র ও দলীয় প্রভাবমুক্ত। কমিশনের হাতে নিয়োগ, বদলি, শৃঙ্খলা, পদোন্নতি, নেতৃত্ব নিয়ন্ত্রণ ও নাগরিক অভিযোগ নিষ্পত্তির পূর্ণ ক্ষমতা থাকবে। বর্তমান পুলিশ কমিশন অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহার করে মানবিক, গণমুখী ও সাংবিধানিক নীতিনিষ্ঠ একটি পুলিশ সংস্কারের রূপরেখা বাস্তবায়নের দাবি জানানো হয়।