আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গতকাল একজন নির্বাচন কমিশনার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ হবে। সাক্ষাতের দু-এক দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। অন্যদিকে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাতের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১০ অথবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দেয় ইসি সচিবালয়।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা রয়েছে। প্রথা অনুযায়ী এবারও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তফসিল চূড়ান্ত করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আরপিওর সবশেষ সংশোধনীও অনুমোদন হয়েছে। সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হবে। আরেক নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে। রবিবারের বৈঠকের পর সেই সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন এ নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেছেন, তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণার কথা আমরা বলে আসছি। সে ক্ষেত্রে ৮ ডিসেম্বর থেকে যে কোনো দিন তা ঘোষণা হবে। আর ভোটের তারিখও হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। তফসিল থেকে দুই মাস হিসাব করলে একটি নির্দিষ্ট তারিখ পাওয়া যাবে।
এদিকে রবিবারের কমিশন সভায় তফসিলের বিভিন্ন দিনক্ষণ পর্যালোচনা করে কিছু আনুষ্ঠানিকতা সেরে প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত দিনে জাতির উদ্দেশে ভাষণে তা ঘোষণা করবেন। এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণত সাপ্তাহিক ছুটির কথা বিবেচনায় রেখে ভোটের দিন ঠিক করা হয়ে থাকে। সে ক্ষেত্রে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার বা শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেছে নেওয়া হয়। আগের অভিজ্ঞতার আলোকে এবারও ইসি সচিবালয় একাধিক দিন প্রস্তাব রাখবে, তা চূড়ান্ত করবে কমিশন। এর আগে ষষ্ঠ সংসদ নির্বাচনের ভোট হয়েছিল ফেব্রুয়ারি মাসে। দিনটি ছিল বৃহস্পতিবার, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। তফসিল থেকে ভোট গ্রহণের সময়ের ব্যবধান ছিল ৫৫ দিন। ইসির কর্মকর্তারা জানান, এবার তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে (৮ ডিসেম্বর সোমবার, ৯ ডিসেম্বর মঙ্গলবার, ১০ ডিসেম্বর বুধবার কিংবা ১১ ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে যে কোনোদিন)। ভোট হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ (৮ ফেব্রুয়ারি রবিবার, ৯ ফেব্রুয়ারি সোমবার, ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি বুধবার, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে একদিন)।
এদিকে নির্বাচন কমিশনের দশম সভা আগামী ৭ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এ সভাতেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছে সূত্র।